দিনাজপুর থেকেরতন সিং: দিনাজপুরে অবরোধ ও হরতালের নামে মানুষ হত্যা, সহিংসতা এবং অরাজকতার বিরুদ্ধে নাগরিক সমাজের উদ্যোগে শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জিলা স্কুলের সামনে নাগরিক সমাজ আয়োজিত আন্দোলন-অবরোধের নামে দেশব্যাপি মানুষ পুড়িয়ে মারা, গাড়ি জ্বালানো, রেল লাইন উপরে ফেলাসহ সকল নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজের সভাপতি আবুল কালাম আজাদ, মাইনুদ্দিন চিশতি, মো. শফিকুল ইসলাম, ডা. মোঃ শহিদুল্লাহ, হবিবর রহমান, অ্যাড. লিয়াকত আলী, রেজাউর রহমান রেজু, শহিদুল ইসলাম, খালেকুজ্জমান রাজু, সুলতান কামল উদ্দিন বাচ্চু, আসাদুল্লাহ সরকার, অ্যাড. মোঃ সলিমুল্লাহ, খ্রীষ্টিনা লাভলী দাস, ছবি সিনহা, শাহারিয়ার ছবি, আইরিন লতিফ প্রমুখ।