দিনাজপুরে ট্রাকে আগুন, পাঁচ জন অগ্নিদগ্ধ, গ্রেফতার আট

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে অবরোধকারীদরে  পেট্রোল বোমায় দুটি ট্রাকের চালকসহ অগ্নিদগ্ধ পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত  আট জনকে পুলিশ গ্রেফতার করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রীজের কাছে একটি ট্রাকে অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ ট্রাক চালক রফিকুল ইসলাম (৪৫), হেলপার চৌধুরী (২৭) এবং ট্রাক যাত্রী নীলফামারীর আমজাদ আলীর পুত্র মালেককে (৪৫) প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাঁচ জামায়াত কর্মী রেজাউল ইসলাম (২৫), আনিসুর রহমান (৩০), কামালউদ্দীন (৩২), জামাল উদ্দীন (৪০) ও সিরাজুল ইসলামকে (২৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে।
এদিকে গত বুধবার মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার দাখিল মাদ্রাসার সামনে ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে অবরোধকারীরা। এতে চালক আনিসুর রহমান (৪০) ও হেলপার আব্দুল খালেক (২৫) অগ্নিদগ্ধ হয়। উভয়ের বাড়ী ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামে। চালক আনিসুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ও খালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার দিবাগত রাতেই দাখিল মাদ্রাসার ছাত্র জাকিরুল (১৫) ও শফিকুল (১৬) এবং ইয়াকুব আলীকে (৪৫) গ্রেফতার করে। এএসআই আসাদুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতার আইনের ১৫(২) ধারায় মামলা দায়ের করেন।