নোয়াখালীর সেনবাগে নারীর লাশ উদ্ধার

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে শিপা বিশ্বাস নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দিকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। শিপা বিশ্বাস (২২) ব্র্যাক কর্মকর্তা পাবনা জেলার আকুল বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দু বছর আগে আকুল বিশ্বাস ছাতারপাইয়া বাজারের কাছে সোলাইমান ব্যাপারীর বাড়ি ভাড়া নেয়। বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশী জানালা দিয়ে শিপা বিশ্বাসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্বামী আকুল বিশ্বাস পলাতক রয়েছেন।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।