নোয়াখালীর চৌমুহনীতে পিঠা উৎসব

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীর বেগমগঞ্জের এনএচৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরিতে ব্যাতিক্রমধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।ক্ষুদেশিক্ষার্থীদের অংশগ্রহণে শতাধিক স্টলে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী  চলে এই পিঠা উৎসব।

Noakhali Patty Festivals Images 22-01-2015  (4)
ক্ষুদেশিক্ষার্থীদের অংশগ্রহণ করে পিঠা উৎসবে

বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কামরুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাস। এমসয় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কাজী আনোরুল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুন্দ্র মাসুদ, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি সিরাজ উদ্দিন শাহীন, সাইদুজ্জামান রাজু, মু. গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ।

পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, ঝুনি পিঠা, শাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, রসকদম, ঝাল পিঠা, লাভপিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট, পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠাসহ প্রায় শতাধিক পিঠা স্থান পায়।

পিঠা উৎসবে প্রাত ও দিবা শাখার প্রথম হয়েছে নির্জন বণিক ও মেহেদি হাসান পিয়াল, দ্বিতীয় আবদুর রহিম সামির ও মাশরিক হাসান সামি এবং তৃতীয় হয়েছে আরিয়ান ও সানজিদ ইসলাম।