বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: সরকারি চাকুরিজীবীদের সাথে একই দিনে বেতন স্কেল এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার বেলা বারোটায় অশ্বিনী কুমার হলের সামনে এই সমবেশ হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. আ. মালেক বলেন, শিক্ষা ক্ষেত্রে তারা বেসরকারি শিক্ষক কর্মচারীরা সমান তালে সরকারি শিক্ষক কর্মচারীদের মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহলে তারা কেন বৈষম্যের শিকার হবেন। এজন্য তারা সরকারের উত্থাপিত দাবিসমূহ দ্রুত কার্যকর করে বৈষম্য বিলোপের আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তোফায়ের আহম্মেদসহ অন্যন্যরা।
এরপর বিক্ষোভ মিছিল নিয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে প্রেরণ করেন।