বাগেরহাটে অনাথ শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রী এক অনাথ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী ধর্ষক সোহেল শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় রাতেই মহিলা পরিষদের নেতাদের সহায়তায় ভুক্তভোগীর দাদা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সোহেল একটি মোটরগ্যারেজের ম্যাকানিক এবং মোড়েলগঞ্জের কালিকাবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম আলী খান জানান, সন্ধ্যায় ঘরে ফেরার ওই শিশুকে একই বস্তির ভাড়াটিয়া সোহেল ডাক দেয়। শিশুটি কাছে গেলে মুখ চেপে ধরে নির্যাতন করে। শিশুটির চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

শিশুটির মা মারা যাওয়ার পর পিতা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। শিশুটি তার দাদার কাছে থাকে। বৃহস্পতিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আটককৃত সোহেলের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান।