বাগেরহাট কারাগারে আটক ৫৮ ভারতীয় জেলেকে রেড ক্রিসেন্টের পণ্য সহায়তা

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাট কারাগারে আটক ৫৮ জন ভারতীয় মৎস্যজীবীকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

bagerhat pic Red cricent 02 22.01.15
রেড ক্রিসেন্টের সদস্যরা জেলারের কাছে পণ্য হস্তান্তর করছেন

বৃহস্পতিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সদস্যরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে বন্দিদের প্রত্যেককে দশটি বিভিন্ন পণ্যের একটি করে প্যাকেট প্রদান করেন। পণ্যের মধ্যে ছিল একটি করে জ্যাকেট, জামা, লুঙ্গি, তোয়ালে, গেঞ্জি, স্যাণ্ডেল, পেস্ট-ব্রাশ, গায়ে মাখার ও কাপড় কাচার সাবান।

বঙ্গোপসাগরে বাংলাদেশের
জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ নৌ-বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এই মৎস্যজীবীরা বাগেরহাট কারাগারে রয়েছেন বলে জেলার মো. মোস্তফা কামাল জানান।