রংপুর মেডিকেল কলেজে রোগীদের মাঝে কম্বল বিতরণ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রংপুর শাখার সহযোগিতায় আজ দুপুরে দু’শতাধিক কম্বল বিতরণ করা হয়।

KOMBOL BETORON (5)22.01.2015 (1)
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের মাঝে কম্বল বিতরণ

 

মহিলা ও শিশু ওয়ার্ডের দরিদ্র রোগীদের হাতে কম্বল তুলে দেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এসময় রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন, হাসপাতাল পরিচালক ডাঃ আব্দুর কাদের মন্ডল, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ বিকাশ মজুমদার, ব্যাংকের রংপুর শাখার ম্যানেজার হুমায়ুন কবীর, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, ডাইরেক্টরবৃন্দের মধ্যে রবি সোমানী, শাহ্ মোহাম্মদ সেলিম, মনজুর আহমেদ আজাদ, ফজলুল হক ও রবিউল ইসলাম মৃদুল উপস্থিত ছিলেন।
সরকারের পাশাপাশি রংপুর চেম্বারের সহযোগিতায় চলতি শীত মৌসুমে ৫হাজার শীর্তাতদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করা হলো ।