শেরপুর থেকে হাকিম বাবুল: মমতাজ হোসেন (৩৭) নামে এক সৌখিন শিকারিকে কালিম পাখি ধরার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে । বুধবার বিকেলে ঝিনাইগাতী থেকে শেরপুর আসার পথে বন বিভাগের কর্মকর্তা মাসুদ রানা চেঙ্গুলিয়া গ্রামের মমতাজ হোসেনকে দুটি কালিম পাখিসহ আটক করেন। পরে ঝিনাইগাতী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. মোজাম্মেল হক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জরিমানার টাকা পরিশোধ করে মমতাজ হোসেন ছাড়া পান। কালিম পাখি দুটি ঝিনাইগাতীতে ছেড়ে দেয়া হয়।