শেরপুর প্রেসক্লাবের বিরুদ্ধে করা মামলা খারিজ

শেরপুর থেকে রফিকুল ইসলাম আধার: নির্বাহী পরিষদের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে শেরপুর প্রেসক্লাবের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ হয়ে গেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শেরপুরের সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি খারিজের আদেশ দেন। আদালতের ওই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

Press Club Pic
মামলা খারিজের পর মিষ্টি খাওয়চ্ছেন প্রেসক্লাব সভাপতি।

আদালত সূত্র জানায়, গত বছরের ৩১ মে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনের প্রাক্কালে ছামিদুল ইসলাম জীবন নামে একজন তাকে ভোটার করার দাবিতে আদালতে তখনকার কমিটির সভাপতি-সম্পাদকসহ ১৯ কর্মকর্তাকে বিবাদী করে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রার্থনা করা হয়। এই অবস্থায় ৩১ মে কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলাটি চলমান থাকলেও বিবাদী পক্ষের লিখিত আপত্তির মাধ্যমে মামলা খারিজ চেয়ে প্রার্থনা করা হলে বুধবার (২১ জানুয়ারি) উভয়পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
মামলা শুনানিকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, নির্বাহী সদস্য আব্দুর রফিক মজিদসহ অন্যরা

বিবাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মো. নুরুল ইসলাম এবং তাকে সহায়তা করেন প্রদীপ দে কৃষ্ণ, আব্দুর রহিম বাদল ও রফিকুল ইসলাম আধার। অন্যদিকে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অাইনজীবী মো. সিরাজুল ইসলাম ও মো. আশরাফ আলী।