কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : স্বামীর পরকীয়ার কারণে কিশোরগঞ্জের ইটনায় তাসলিমা (৩৫) নামে বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় জিডি করে লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সূত্রে জানাযায়, ইটনা উপজেলা সদরের জুগীরকান্দা গ্রামের চান মিয়ার ছেলে শাহজাহানের সঙ্গে নয়াহাটি গ্রামের রহমত আলীর মেয়ে তাসলিমার বিয়ে হয়েছিল। তাদের নবম শ্রেণি পড়ুয়া মেয়েসহ আরো দুটি শিশুপুত্র রয়েছে। বেশ কিছুদিন ধরে স্বামী শাহজাহান অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এ নিয়ে প্রায়ই তাসলিমাকে শারীরিক নির্যাতনও করতো। এর জের ধরে বুধবার রাত ১১টার দিকে স্বামীর সামনেই তাসলিমা বিষ পান করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১২টার দিকে তাসলিমা মারা যান।
ইটনা থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তবে তাসলিমার স্বজনরা মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।