কিশোরগঞ্জে মালয়েশীয় তাবলিগ মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে হাসান বিন আব্দুর রহমান (৫৮) নামে তাবলিগ জামাতের এক মালয়েশীয় মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) জোহরের নামাজের পর বয়ান করার সময় তিনি মারা যান বলে সদর থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন। মৃত মুসল্লির বাড়ি মালয়েশিয়ার সেলেনগড় বুথান এলাকায়। তার সঙ্গে ছোটভাই ভাই ইউসুফ বিন আব্দুর রহমান (৩৮) এবং ছেলে গনি মিয়া (২৫) রয়েছেন।

জানা গেছে, তারা প্রথম দফা ইস্তেমা শেষে কিশোরগঞ্জে এসেছিলেন ১২ জানুয়ারি। ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ করে কিশোরগঞ্জেই লাশ দাফন করার সিদ্ধান্ত হয় বলে এসআই শফিকুল জানিয়েছেন।