খুলনায় বিএনপি-শিবিরের দুজনসহ ২৯ জন গ্রেফতার, ২০ দলীয় জোটের মিছিল-সমাবেশ

খুলনা থেকে প্রতিনিধি: ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ১৮তম দিনে খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ২৯ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও শিবিরের দুজন কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

khulna 20 party alliance rally
অবরোধের সমর্থনে শুক্রবার খুলনায় ২০ দলীয় জোট মিছিল বের করে।

এদিকে অবরোধ কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার মহানগরীর বিভিন্ন স্থানে এবং জেলার ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলার মহাসড়কসমূহে মিছিল-পিকেটিং করেছে জোটের কর্মী-সমর্থকরা। ফলে এসব সড়ক রাতের বেলার যানবাহন শূন্য হয়ে পড়ে।

শুক্রবার সকালে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিল বেরোয়। মিছিলটি নগরীর সকল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আন্দোলন দমন করতে সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথিত ক্রসফায়ারের নাটক সাজিয়ে আন্দোলনের বীর সেনানীদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, কোনো হুমকি, হুশিয়ারী কিংবা গুম-খুনের মাধ্যমে চলমান আন্দোলনকে দমন করা যাবে না।

সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিজেপির মহানগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, জামায়াতের মহানগর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতার বক্তব্য রাখেন।