খুলনা সিটি মেয়র মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খুলনা থেকে প্রতিনিধি: পরিপাকতন্ত্রের জটিলতায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া শুক্রবার দুপুরে কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে দোয়া আয়োজনে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিস নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ জোবায়ের। দোয়া মাহফিলে ২০ দলীয় জোটের নেতা-কর্মীসহ বহু মানুষ অংশ নেন।