গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে গণসংহতির বিক্ষোভ

রাজশাহী থেকে কাজী শাহেদ: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টেএই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা সমন্বয়কারী অ্যাড. মুরাদ মোর্শেদ, গণসংহতি জেলা সংগঠক আহসান হাবীব রকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন সভাপতি ফারুক ইমন, শ্রমজীবী সমিতির জেলা সভাপতি হাসিব রেজাসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।