পটুয়াখালী থেকে সোহরাব হোসেন: পটুয়াখালীতে অপহরণের তিন দিন পর ৮বছরের শিশু অলিউল্লাহকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মাদারিপুর জেলার একটি আবাসিক হোটেল থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা শিশুটিকে উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার পুলিশ জানান,সদর উপজেলার দক্ষিণ বিঘাই এলাকার আনেস ব্যাপারীর ৮ বছরের শিশুপুত্র অলিউল্লাহকে তার ভাইয়ের ছেলে আল আমিন ২৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০ জানুয়ারি সকালে স্কুলে যাবার পথে অপহরণ করে। এ ঘটনায় পর অপহৃতের বাবা আনেস ব্যাপারী পটুয়াখালী সদর থানায় প্রথমে একটি সাধারণ ডায়রি ও ২২ জানুয়ারি একটি অপহরণ মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে মাদারিপুর পুলিশের সহযোগিতায় শিশুটিকে অপহরকরাীসহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অপহরণকারী আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।