বরিশাল নদী বন্দরে অস্ত্রসহ যুবক আটক

বরিশাল থেকে এম মিরাজ হোসাইন: বরিশাল নদী বন্দরে তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। নজরুল গাজী (৩০) নামে ওই যুবক বরগুনার পাথরঘাটা উপজেলার সেজান গাজীর ছেলে। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।

বরিশাল নৌ বন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, নদী বন্দরের প্রবেশপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তল্লাশি  চৌকি বসানো হয়।

বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার বেলা তিনটায় টার্মিনালের দুটি গেট বন্ধ করে দিয়ে অন্য দুটি গেট দিয়ে যাত্রীদের ভেতরে প্রবেশ করানো হয় যাতে করে কোনো ধরনের নাশকতা না ঘটে।