রাজশাহীতে শিবিরের বোমা বিশেষজ্ঞ কালু গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে শিবিরের ককটেল বিশেষজ্ঞ হিসাবে পরিচিত কালুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খন্দকার জাহিদুর রহমান।

ডিবি পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় যেসব ককটেল হামলার ঘটনা ঘটে তার যোগানদাতা হিসাবে কালু অন্যতম। কালু শিবিরের সক্রিয়কর্মী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তবে সম্প্রতি সে শিবির থেকে যুবদলে যোগ দিয়েছে।