লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বন্দুকযুদ্ধে নিহত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল : লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ‘জিসান বাহিনীর’ প্রধান সোলায়মান উদ্দিন জিসান (৩৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে কুমিল্লার দাউদকান্দিতে এ ঘটনা ঘটে। নিহত জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার মৃত মাওলানা আবু বকরের ছেলে।জিসান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনাস্থল থেকে কুমিল্লার দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক এনামুল হক জানান, রাত তিনটার দিকে মোটরসাইকেলে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল জিসান। এসময় র‌্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্যে সঙ্কেত দেন। কিন্তু জিসান সঙ্কেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জিসান। নিহত জিসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

জিসানের বিরুদ্ধে উপেজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহসিন হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও চারটি খুনসহ লক্ষ্মীপুরে ২৯টিরও বেশি মামলা রয়েছে বলে জানান এসআই এনামুল হক।

এদিকে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ চন্দ্রগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জিসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এরপর কুমিল্লার দাউদকান্দিতে ভোরে তার লাশ পাওয়া যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া র‌্যাবের হাতে জিসানের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।