লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে জুয়া খেলার অপরাধে ২৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জরিমানা করেন।
বৃহস্পতিবার গভীররাতে উপজেলার হাজিরহাট বাজারের একটি জুয়ার আসর থেকে তাদের আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হাজিরহাট, চরজাঙ্গালীয়া ও চরফলকন এলাকার বাসিন্দা।
কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম জানান, উপজেলার হাজিরহাট বাজারের একটি দোকানে জুয়া খেলার সময় ১০ হাজার টাকাসহ ২৩ জুয়াড়িকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে দু হাজার টাকা, ১০ জনকে ৬০০ টাকা করে এবং বাকিদের ৫০০ টাকা করে জরিমানা। টাকা পরিশোধ করে তারা ছাড়া পান।