গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার সীমানায় শীতলক্ষ্যা নদীতে দুটি যাত্রিবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে শিশু ও প্রতিবন্ধী নারীসহ তিন যাত্রী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো পাঁচ যাত্রী । শুক্রবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলার পাগলা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গফরগাঁওয়ের টোক চাঁনপুর থেকে ছেড়ে আসা ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে ত্রিমোহনী থেকে বরমীগামী যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হলে ঘটে। দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়।
ঘটনাস্থলে থেকে এলাকাবাসী গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী গ্রামের আবদুল খালেকের স্ত্রী আছমা খাতুন (৩৫), সুতারচাপর গ্রামের আব্দুর রহিম (৩১) ও শ্রীপুরের কাওরাঈদ গ্রামের আশরাফ উদ্দিনের ছয় মাসের শিশু তানহার লাশ উদ্ধার করে।
এ রির্পোট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে পাঁচটা) পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পাগলা থানার ওসি বদরুল আলম খান জানান, খবর পেয়ে পাগলা, শ্রীপুর ও কাপাসিয়া থানা পুলিশ ও গাজিপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায়।