শেরপুরথেকে হাকিম বাবুল: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালধা গ্রামে গুটি ইউরিয়া ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আইএফডিসির আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন একটিভিটি মাঠ দিবসের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক জহুরুল হক।
গুটি ইউরিয়া ব্যবহারের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন আইএফডিসির ফিল্ড সুপারভাইজার শাবিহা নাজনীন, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার আনারকলি, উপসহকারী কৃষি কর্মকর্তা রহুল কুদ্দুস, কৃষক রিনারা বেগম, মোতাহার হোসেন, মো. রহুল আমিনসহ অন্যরা।
এতে এলাকার অর্ধাশতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।