শেরপুর থেকে রেজাউল করিম বকুল: ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে হুইপ বলেন, জ্বালাও-পোড়াও করে সরকারের পতন ঘটানো যাবে না। এজন্য তিনি জেলা ও পুলিশ প্রশাসনকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। । সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, অ্যাড. গোলাম কিবরিয়া বুলু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ প্রমুখ।