কুলাউড়ায় অবরোধকারীদের হামলায় ৪ গাড়ি ভাঙচুর: আটক ২

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার (২৪ জানুয়ারি) অবরোধকারীরা ঝটিকা হামলা চালিয়ে ৪টি গাড়ি ভাঙচুর করে এবং রাস্তায় আগুন ধরায়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ দু’জনকে আটক করেছে।

gari 2 Oborudhkari

অবরোধকারীরা  ৪টি গাড়ি ভাঙচুর করে এবং রাস্তায় আগুন ধরায়

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৩টায় অবরোধকারীরা শহরের উত্তরবাজার এলাকায় জড়ো হয়ে আকষ্মিক গাড়িতে হামলা চালায়। হামলায় একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে।

এরপর অবরোধকারীরা একটি পেট্রোল বোমা মেরে রাস্তায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলায়। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি বলেন।