রংপুরে জামায়াত-শিবিরের ১৭জনসহ আটক ৫৯

রংপুর থেকে জয়নাল আবেদীন: অবরোধে নাশকতার অভিযোগে রংপুরে জামায়াত-শিবিরের ১৭জন, বিএনপির দুজনসহ ৫৯ জনকে আটক করেছে ।

অনির্দিষ্টকালের অবরোধের ১৯তম দিনে আজ শনিবার রংপুরে ইসলামী ছাত্রশিবির মহানগর ও জেলা নেতা-কর্মীরা  বিক্ষোভ মিছিল করেছে। সকালে অবরোধের সমর্থনে নগরীর  লালবাগ রেলগেট এবং  রংপুর ঢাকা মহাসড়কে লাঠি  মিছিল বের করে বিক্ষোভ করে তারা ।

ঢাকাগামী বাস চলাচল না করলেও আান্তঃজেলা বাস চলাচল করছে । অবরোধে  জেলার কোথাও আপ্রীিিতকর সংবাদ পাওয়া যায়নি ।