রাজশাহীতে ককটেলসহ ‘ককটেল মুরাদ’ আটক

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরী থেকে ২৮টি ককটেলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। আটক ব্যক্তির নাম মুরাদ হোসেন। নগরীতে সে ‘ককটেল মুরাদ’ নামে পরিচিত। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের পেছনের এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। মুরাদ হোসেনের বাড়ি নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। শনিবার দুপুরে র‌্যারেব মিডিয়া সেলের কর্মকর্তা এএসপি খালেদা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদকে আটক করা হয়। ওই সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৮টি ককটেল উদ্ধার করা হয়।