রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের কারাদণ্ড

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে শুক্রবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এদের মধ্যে বিএনপি-জামায়াতের তিনজনকে দুই মাস করে ও সাতজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সাজার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নগর পুুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাতে পুলিশের আলাদা অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন বিএনপি, অন্যরা জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিন এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন নগরীর নওদাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান মিম (২০), মতিহারের বাজে কাজলা এলাকার আবদুল গফুর (৪৫) ও রাজপাড়ার থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার আরব আলী (৪৮), কালুমিস্ত্রর মোড় এলাকার বাচ্চু (২০), মেহেরচণ্ডী এলাকার রাজ্জাক (২৫), রাণীনগরের মোস্তাকিন (৪৭), খড়খড়ির মাসুদ করিম (৩২), শেখের চকের হায়দার আলী (২০), রামচন্দ্রপুরের শরীফুল ইসলাম (৩০) ও কয়েরদারার মন্টু শেখ (৩০)।