কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত বাসে পেট্রোলবোমায় ছাত্রসহ তিন যাত্রী আহত

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়েছে। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যলয় এক ছাত্রসহ তিন যাত্রী।

শনিবার রাত ৮টার দিকে পাকুন্দিয়ার কোদালিয়া এলাকার পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসে (ঢাকা মেট্র্রো-ব-১৪-৫৩৯১) এ হামলার ঘটনা ঘটে।

Kishoreganj (Petrol Bomb Inside Bus)-25-01-15
পেট্রোলবোমায় পুড়ে যাওয়া বাসের কয়েকটি সিট

যাত্রীরা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি কিশোরগঞ্জ যাবার পথে চলন্ত বাসের বামপাশের একটি জানালায় পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জানালার কাঁচ ভেঙ্গে বোমাটি বাসের ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। এ সময় শাকিল নিজাম (২০) নামে প্রাইভেট বিশ্বাবিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজন যাত্রী আহত হন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বাসটির যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।