কোকোর মৃত্যুতে শেরপুর বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

 শেরপুর থেকে হাকিম বাবুল: মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শেরপুরের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতা-কর্মীরা বলছেন, ওয়ান ইলেভেন সরকারের আমলে কোকোকে শারিরীকভাবে নির্যাতনের ফলেই তাঁর এমন অকাল মৃত্যু হল। 

arafat rahman
আরাফাত রহমান কোকো

জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এক প্রতিক্রিয়ায় বলেছেন, কোকোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।ওয়ান ইলেভেনের সময় তাকে গ্রেপ্তার করে যে নির্যাতন করা হয়েছে তার কারণেই কোকোর এমন অকাল মৃত্যু ঘটল। 

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ বলেছেন, এ সময়ে তার চলে যাওয়া জাতীয়তাবাদী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা প্রকাশ এ সময়ে জাতীয়তাবাদী শক্তিকে ধৈর্য্য ধারণের আহবান জানান। 

জেলা বিএনপির আরেক যুগ্ম  আহবায়ক ও নালিতাবাড়ী উপজোলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন বলেছেন, কোকোর মৃত্যুতে আমরা মর্মাহত। 

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপন বলেছেন, ওয়ান ইলেভেনের নির্যাতনই কোকোর এভাবে মৃত্যু ডেকে এনেছে।এটা অমানবিক। আমরা এর প্রতিবাদ জানাই, বিচার চাই।