গোপালগঞ্জের থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূঁজা অনুষ্ঠিত হল।
রোব্বার উপজেলার আমবাড়ী গ্রামে এ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। আমবাড়ী গ্রামের যুবসমাজ এ পুজার আয়োজন করেন।এ পূজাকে কেন্দ্র করে এলাকায় বইছে আনন্দের বন্যা। ওই গ্রামের বাইরের আত্মীয়-স্বজনরা ইতোমধ্যে এই পূজা দেখার জন্য পূজার একদিন আগে এসে গ্রামটিতে অবস্থান করছেন।পূজা উপলক্ষে পূজা কমিটির পক্ষ থেকে কবিগানের আয়োজনও করা হয়েছে।
পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ হালদার বলেন, এলাকার শিক্ষার মানুন্নয়নের জন্য আমরা এ পূজার আয়োজন করেছি।
উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি আমাদের এই কোটালীপাড়া। এখানে আমরা ঈদ ও পূজার আনন্দ সমান ভাগে ভাগ করে নেই।এই পূজার আনন্দও আমরা সমান ভাগে ভাগ করে নিবো