গোপালগঞ্জে এ্যাম্বুলেন্স চাপায় মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জে এ্যাম্বুলেন্স চাপায় চাঁন  মিয়া সরদার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  নিহত ওই মুক্তিযোদ্ধা গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগের বাসিন্দা।

নিহতের বড় ছেলে আনোয়ার সরদার জানিয়েছেন, সকাল ৯ টার দিকে তিনি হাসপাতালের সামনে মার্কাস মসজিদ সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি বেসরকারি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।