দিনাজপুরে সোহাগ হত্যা মামলায় ২৬ আদিবাসী আসামি, গ্রেফতার ১৯

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর জেলার পার্বতীপুরে জমি নিয়ে সৃষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ আদিবাসীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবিবপুর গ্রামে জমি নিয়ে সৃষ্ট সংঘর্ষে নিহত শফিকুল ইসলাম সোহাগের চাচাতো ভাই মাহমুদুল হক শনিবার রাতে ২৬ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৬ জন আদিবাসীর মধ্যে ১৯ জনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসআই আব্দুল হামিদকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

আদিবাসী টুডু সরেন জানান, ১৫টি আদিবাসী বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনায় পার্বতীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার ওসি মাহমুদুল আলম জানান, আদিবাসীদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। হাবিবপুরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।