বরিশালে হরতালে ২০ দলীয় জোটের পিকেটিং, আ. লীগের মিছিল-সমাবেশ

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা রোব্বার  সকালে কয়েকটি স্থানে পিকেটিং করেছে।

রোব্বার ভোরে নগরীর আমানতগঞ্জে অবরেধের সমর্থনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি। একইসময়ে লাখোটিয়া সড়কে আগুন জ্বেলে মিছিল করে জামায়াত শিবির। এরপর সকাল ৭টায় কালুশাহ সড়কে পিকেটিং করে ছাত্রদল। নগর বিএনপি সকাল সোয়া ৭টায় ঈশ্বর বসু রোডে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। বেলা বাড়ার পর আর পিকেটারদের মাঠে দেখা যায়নি।

বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, হরতালের কারণে আজ (২৫ জানুয়ারি) দূরপাল্লার বাস চলছে না।রূপাতলী থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা কম। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীতে গণপরিবহন চলছে। অফিমস আদালত ব্যাংক বীমার কার্যক্রম চলছে স্বভাবিক গতিতে।

গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আজাদ রহমান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় নগরীতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এর সাথে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও র‌্যাবের টহল দল মাঠে রয়েছে।

আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল: এদিকে, হরতাল ও অবরোধ বিরোধী মিছিল করেছে নগর আওয়ামী লীগ। রোব্বার বেলা এগারোটায় সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে মিছিলের আগে সমাবেশ করে কের তারা।

Barisal news, file-2-Anty hartal micil-25.01.15-2
নগরীতে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ

সমাবেশে বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ বলেন, অবরোধ আর হরতালের নামে ২০ দলীয় জোট মানুষ পুড়িয়ে হত্যা করছে। এটাকে জনকল্যাণ মূলক কোন রাজনৈতিক কর্মসূচি বলা যায়না। বেগম খালেদা জিয়া নিজের পুত্র হারিয়ে শোকে কাতর হয়েছেন। আর তার ডাকা অবরোধ কর্মসূচিতে যেসব মা সন্তান হারিয়েছেন তাদের কান্না যদি তিনি উপলব্ধি করতে পারতেন তাহলে আর অবরোধ কর্মসূচির নামে সহিংসতা চালিয়ে যেতে নির্দেশ দিতেন না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আফজালুল করিম, নগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজামসহ প্রমুখ।

এরপর একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।