গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে রোববার ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার দুটি কৃষি খামার ও পাঁচজন কৃষকের মধ্যে ছয়টি পাওয়ার টিলার ও একটি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।
দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু আনুষ্ঠানিকভাবে কৃষি খামারে ও কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষক সমবায় সমিতির সভাপতি মো. তারা মিয়াসহ প্রমুখ।