রাজশাহীতে ট্রাকে আগুন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাটে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হেমন্তের মোড় এলাকায় ট্রাকটিতে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মর্তুজা।

ওসি জানান, ট্রাকটি ফাঁকা ছিল। পণ্য নিতে চারঘাটের দিকে আসার পথে হেমন্তের মোড় এলাকায় দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়। চালক দ্রুত ট্রাকটি থামিয়ে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।