রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্তকে (৩৮) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল গেট থেকে আটক করা হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ঢাকার গুলশানের নিজ ফ্ল্যাট থেকে গ্রেফতারকৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার সঙ্গে দেখা করতে যান জেলা ছাত্রদল সভাপতি শফিকুল আলম সমাপ্ত। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম জেল গেট ঘিরে রাখে। নাদিম মোস্তফার সঙ্গে সাক্ষাৎ শেষে জেল গেট দিয়ে বের হলে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তাকে গত সোমবার গভীর রাতে নগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা ও গতকাল (২৪ জানুয়ারি) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে ট্রাক ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে।