লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন: লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ইলিশসহ প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে (আজ) রোববার দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ওইসব জাল ও জাটকা মাছ আটক করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত মেঘনা নদীর কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাট, চরকটোরিয়া, সাহেবেরহাট, তালতলি ও মতিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ শিকারের সময় জেলেদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ পাঁচ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। পরে আটককৃত জাটকা মাছগুলো গরীবদের মাঝে বিতরণ এবং ১২ লাখ টাকা মূল্যের কারেন্ট জালগুলোতে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয় বলে তিনি জানান।