লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক্ট্ররের নিচে চাপা পড়ে মো. রাফি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে রামগতি পৌরসভার জমিদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফি ওই এলাকার সৌদি প্রবাসী আবদুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহত রাফির নানা আবু ছায়েদ জানান, নাতি রাফিকে নিয়ে তিনি নিজ বাড়ির পাশে ফসলের জমি দেখতে যান। ওই সময় অসাবধানতাবশত জমিচাষের ট্রাক্ট্ররের নিচে চাপা পড়ে রাফি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, রাফির এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।