কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: গত শনিবার রাতে যাত্রীবাহী বাসে বোমা হামরার ঘটনায় বাসচালক সাইফুল ইসলাম বাদী হয়ে আজ রোরবার পাকুন্দিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত আসামী করে মামলা (নং-১৩) করেছেন বলে ওসি জাকির রাব্বানী জানিয়েছেন। ওই বাস হামলার ঘটনায় আজ (২৫ জানুয়ারি) ভোররাতে পাকুন্দিয়ার সুখিয়া গ্রামের বাড়ি থেকে মুসলেহ উদ্দিনের ছেলে জামায়াত সমর্থক নোমানকে (২৩) পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শনিবার রাতে দুর্বৃত্তরা পাকুন্দিয়ার কোদালিয়া এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল নিজাম (২০), হানিফ (২৭) ও মামুন রেজা (২৮) নামে তিন যাত্রী আহত হয়।