শেরপুর থেকে রেজাউল করিম বকুল: দেশব্যাপি সহিংসতা, হত্যা, সন্ত্রাস, বোমাবাজী বন্ধ করে সমঝোতায় দেশ গড়ার আহবান জানিয়ে শেরপুরে শান্তির পক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৪ জানয়ারি) বিকালে শহরের কাকলি মাকের্ট হতে শান্তি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
শেরপুর সাংস্কৃতিক সংসদ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও উদীচী শিল্পী গোষ্টীসহ ১০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শান্তির পদযাত্রায় অংশগ্রহণ করেন সাবেক পৌর মেয়র ও ব্যবসায়ী নেতা গোলাম কিবরিয়া লিটন, মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী ছাড়াও শেরপুরের সর্বস্তরের জনসাধারণ ।