শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেরপুর থেকে হাকিম বাবুল: আগামী চার বছরের জন্য শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে  নতুন কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেরপুর ইয়ং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (সাইকা) কাউন্সিলর মো. নাজিমুল হক নাজিম।

Sherpur Pic-1
নাজিমুল হক নাজিম

নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী স্বাক্ষরিত ২৪ জন কর্মকর্তার চূড়ান্ত ফলাফল  আজ রোববার  (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

নির্বাচিতরা হলেন: তিনজন সহ-সভাপতি মোকছেদুর রহমান হিমু,  গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও খন্দকার নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নাজিমুল হক নাজিম ও সহসাধারণ সম্পাদক মানিক দত্ত নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের দুই পদে নির্বাচিতরা হলেন-সৈয়দ রবিউল করিম মনি ও  তৌহিদুর রহমান পাপ্পু। কোষাধ্যক্ষ পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৬টি নির্বাহী সদস্য পদে লুৎফর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ অদু, প্রকাশ দত্ত, মিনহাজ উদ্দিন মিনাল, সুব্রত দে ভানু, জাকির হোসেন বাবলু, লুৎফর রহমান লুলু, ফরিদ আহমেদ লুলু, কামরুল আহসান, সৈয়দ বদরুল হক রিজভী, মনির হোসেন, নাসির উদ্দিন সুজন, রফিকুল ইসলাম, সাদেকুর রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ এবং নাসরিন রহমান।

ডিএসএ’র সচিব মো. জিন্নত আলী জানান, পদাধিকার বলে ডিএসএ’র সভাপতি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ-সভাপতি। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বভার গ্রহণ করবেন।