শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শিক্ষার মানুন্নোয়নের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে সহযোগীদের সাথে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশন। বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ফরহাদ আলী, উপজেলা এডিপি শিক্ষা প্রকল্প ম্যানেজার ঝান্ডা মৃ, ব্র্যাকের শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক বাদল দেওয়ান।
উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন শিক্ষা প্রকল্প অফিসার নম্রতা হাউই এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কমিউনিটি পর্যায়ের সংগঠন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সিবিডিএমসি’র সদস্য সদস্যারা। সভায় বক্তারা যৌথভাবে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য একমত পোষন করেন।