রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক খাদে

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেছে একটি পণ্যবাহি ট্রাক। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ট্রাকটি পণ্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। পথে বেলপুকুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি চামড়া আড়তে গিয়ে ধাক্কা দেয়। এরপর রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আড়তটিতে আগুন ধরে যায়।