অবশেষে বাগেরহাটের মোল্লাহাটের নিরীহ কয়েকটি পরিবার সম্পত্তি ফিরে পেলেন

বাগেরহাট থেকে বাবুল সরদার: অবশেষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের সংখ্যালঘুসহ নিরীহ কয়েকটি পরিবার দখলকৃত সম্পত্তি ফিরে পেয়েছেন।

Bagerhat Photo-2 (26-01-2015)
কয়েকটি নিরীহ পরিবার অবশেষে ফিরে পেল জবরদখলকৃত জমি

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এলাকার  ছলেমান মোল্লা অন্তত নিরীহ ১০টি পরিবারের কয়েকটি মাছের ঘের, চষাবাদের জমি, পুকুর ও বসতবাড়িসহ প্রায় ১৪ একর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে জবরদখল করেছিল। এনিয়ে বহু দেন-দরবারের পরেও কোন সুরাহা না হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের কাছে অভিযোগ করলে তাঁর হস্থক্ষেপে প্রকৃত মালিকেরা তাদের বৈধ জমি ফিরে পান।

ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, মোল্লারকুল গ্রামের ছলেমান মোল্লা জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু ও নিরীহ লোকদের চিংড়ি ঘের, পুকুর, চাষাবাদের জমি ও বসতবাড়ি জবর-দখল করে।এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়। উকিল শালিসও হয়েছে।কিন্তু কোন প্রতিকার পাওয়া যায় নি। অবশেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সাথে দেখা করে তাদের অসহায়ত্বের চিত্র তুলে ধরেন। বিষয়টি জানার পর সংসদ সদস্যের হস্থক্ষেপে ভুক্তভোগীরা জমির দখল ফিরে পেয়েছেন। যারা জমি ফিরে পেয়েছেন তারা হলেন: অনিল বিশ্বাস বুড়ো, কুমুদিনি চাকলাদার(৭৫), রবিন মন্ডল, মোসলেম সিকদার, লায়েক মোল্লাসহ প্রমুখ।

এলাকার অনেকে বলেন, ছলেমান মোল্লা বিএনপির আমলে দলীয় ক্ষমতা প্রয়োগ করে মাত্র কয়েক বছরে শত বিঘা জমি ভোগদখল ও বিক্রি করেছেন।

ছলেমান মোল্লা এসব অভিযোগ মিথ্য বলে দাবি করেছেন।