কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : কিশোরগঞ্জের নিকলীতে মোটরসাইকেল চাপায় বানেছা আক্তার (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নিকলী-করগাঁও ডুবো সড়কের গোবিন্দপুর গ্রাম এলাকায় আব্দুর রাশিদের স্ত্রী বানেছা আক্তার সড়ক পার হবার সময় পার্শ্ববর্তী মেহরকোনা গ্রামের খায়রুল ইসলাম (৩২) নামে এক যুবক মোটরসাইকেল চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বানেছাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। এলাকাবাসী মোটরসাইলেকটি আটক করলেও চালক খায়রুল পালিয়ে যান।