কিশোরগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Kishoreganj (S V School Sports Photo)-26-01-2015
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করছেন জেলা প্রশাসক

সোমবার সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আলম। এসময় জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর সাদা পায়রা অবমুক্তকরণ, বিদ্যালয়ের গার্লস গাইড দলের মার্চপাস্ট, মশাল দৌড় ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।

প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. শাহ আজিজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুছ ছামাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, প্রাক্তন শিক্ষিকা খালেদা ইসলাম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, ক্রীড়া কমিটির সম্পাদক মাহমুদুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা।