দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাবে স্বল্পমেয়াদী বিনা-সরিষা-১০

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে বিনা সরিষা-১০ আবাদ করে ভোজ্য তেলের মেটানো সম্ভব। নতুন জাতের এই সরিষা মাত্র ৭৫ দিনে প্রতি একর  জমিতে ১৭-১৮ মণ ফলন পাওয়া যায়।

বিনা সরিষা-১০ সম্প্রসারণ উপলক্ষে রোববার শেরপুরের নালিতাবাড়ীতে জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত মাঠ দিবসে কৃষি বিজ্ঞানীরা এসব কথা বলেন।

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মোকছেদুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে বিনার মহাপরিচালক ড. এএইচএম রাজ্জাক, বিনা-সরিষা-১০ জাতের উদ্ভাবক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম রইসুল হায়দার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএফএম ফিরোজ হাসান, প্রকল্প পরিচালক ড. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে এলাকার দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাবে স্বল্পমেয়াদী বিনা সরিষা-১০। বাজারে যে তেল পাওয়া যায় তার মধ্যে পাম অয়েল মেশানো থাকে। অথচ ভেজাল তেল না খেয়ে নিজের জমিতে মাত্র একবিঘা জমি চাষ করে ৫-৬ মণ সরিষা পাওয়া সম্ভব। যা দিয়ে একটি পরিবারের সারা বছরের ভোজ্য তেলের চাহিদা সহজেই পূরণ করা সম্ভব।