প্রধানমন্ত্রীর ময়মনসিংহ বিভাগ গঠনে কাজ শুরুর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহকে বিভাগ করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন । সোমবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

ঢাকা বিভাগের ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ আন্তঃমন্ত্রণালয় সভা করে কমিটি গঠন করবে। সেই কমিটি সুপারিশসহ প্রস্তাবনা তৈরি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) উপস্থাপন করবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, একই সঙ্গে ফরিদপুর এবং বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী মিলিয়ে আরো দু’টি নতুন বিভাগ গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।