বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল নগরীর কালিজিরার বাসিন্দা মান্নান কারিকরের ছেলে শাহিন কারিকরের (২৫) মৃতদেহ পাশ্ববর্তী নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
প্রতিবেশী মো. সেলিম জানান, শাহিন কাঠ মিস্ত্রীর কাজ করতো। শাহিন তার মায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রোববার রাতে বাড়ি থেকে বের হয়। টাকা দিয়ে তাস খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানানা সেলিম।ঘটনাস্থলে থাকা নলছিটি থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন।তবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই বলে জানান ওসি।