রংপুরে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

রংপুর থেকে জয়নাল আবেদীন: বর্নাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার  রংপুরে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত হয়েছে।

RANGPUR CUSTOMS DAY PHOTO_02
আন্তর্জাতিক কাস্টমস দিবসে বর্ণাঢ্য র‍্যালি

সকালে বিভাগীয় কাষ্টমস কর্মকর্তার দপ্তর চত্তরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্ধোধন করেন নগর পিতা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।

এর পর হাতি, ঘোড়া, গাড়ির একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। সেখানে কাষ্টমস কমিশনার  মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোস্তফা সোহবার টিটুসহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।